আনোয়ারার ৯ চেয়ারম্যানের শপথ গ্রহণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনিবার্চিত ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মমিনুর রহমান ৯ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটের লড়াইয়ে বারশত ইউনিয়নে এম.এ কাইয়ূম শাহ্, বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব, পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

বৈরাগ ইউনিয়নে নোয়াব আলী, চাতরী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও বারখাইনের হাসনাত জলিল শাকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। তবে বটতলীতে চেয়ারম্যান নির্বাচন স্থগিত। রায়পুরের আমিন শরীফ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করেন। এরপর ষষ্টধাপে অনুষ্টিত জুঁইদন্ডী ইউনিয়নের জয়ী আওয়ামীলীগের প্রার্থী মাষ্টার মুহাম্মদ ইদ্রিছসহ শপথ নেন ৯ চেয়ারম্যান। তাদের মধ্যে অসুস্থতার কারণে শপথ নিতে পারেননি পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ।

শপথ পড়ানো শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনপ্রতিনিধি দায়িত্ব হলো আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনেরও মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ উপস্থিত ছিলেন।

চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল শপথ শেষে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আস্থার স্বীকৃতি দিয়ে বাবার পদাংক অনুসরণে পথ চলতে চাই।

তিনি আরো বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি আমার পুরো পরিবার আওয়ামীলীগে বিলীন। বাবা আওয়ামীলীগের রাজনীতির মাঝেই জীবন পার করে দিয়েছেন। আমিও মানুষের সেবা করে যেতে চাই। অবহেলিত চাতরী ইউনিয়নকে জবাবদিহিতামূলক আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করবো। ডিজিটাল সেবা পৌঁছে দিব জনগণের দোরগোড়ায়।

মন্তব্য নেওয়া বন্ধ।