আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“দুর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা”এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর (সিপিপি) সহকারী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে ও আনোয়ারা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা রমজান আলী।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিপিপির উপজেলা টিমলিডার মহিউদ্দিন আহমদ টিপু, উপজেলা আনসার বিডিপি অফিসার জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী মাসুদ রানা সায়েম, আনোয়ারা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক রাজিব দাশ, কারিতাস বাংলাদেশের কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থার ম্যানেজার আবদুল ওয়াহেদ তালুকদার প্রমুখ।

সহযোগিতায় ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা নির্মল ফাউন্ডেশন, কারিতাস বাংলাদেশ, উপকূলীয় সমাজ উন্নয়ন সংস্থা ও গন উন্নয়ন প্রচেষ্টা।

মন্তব্য নেওয়া বন্ধ।