আনোয়ারায় আবাবীল ইসলামিক মডেল একাডেমির উদ্বোধন ও বই বিতরণ

চট্টগ্রামের আনোয়ারায় আবাবীল ইসলামিক মডেল একাডেমীর উদ্বোধন ও বই বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) বেলা ১১টায় চাতরী মোহাম্মদ আলীর বাড়ি জামে মসজিদের মাঠে এটি অনুষ্ঠিত হয়।

একাডেমির পরিচালক সাংবাদিক খালেদ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলাম।

সাংবাদিক শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইব্রাহিম, মোহাম্মদ আলীর বাড়ী জামে মসজিদের সভাপতি মো. আব্দুর রাজ্জাক, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাজেদুল করিম কফিল, আরমান টিটু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবাবীল ইসলামিক একাডেমির শিক্ষা পরিচালক মাওলানা আবু সুফিয়ান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। সর্বশেষে মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদ আলীর বাড়ী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. ফরিদ।

প্রধান অতিথির বক্তৃতায় আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। আমি এবছর ব্যক্তিগত তহবিল থেকে ১ হাজার শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিয়েছি। আগামীতে এর পরিসর আরো বাড়ানোর চেষ্টা করব।

মন্তব্য নেওয়া বন্ধ।