আনোয়ারায় এক জমির মালিকানা নিয়ে দুই পক্ষের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের ঘটনা ঘটেছে। দুই পক্ষই জমিটি নিজেদের বলে দাবি করে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে আনোয়ারা থানায় মতিউর রহমান ও রাহুল ধর নামে দুইজন একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মতিউর রহমান জানান, সোমবার দিবাগত রাতে চাতরী চৌমুহনী বাজারের দক্ষিণে বৈলচুড়া মৌজার ক্রয়কৃত ৬.৮৮ শতক জমি স্থানীয় জসিম উদ্দিন ও রাহুল ধর লোকজন নিয়ে দখল করতে আসে। এসময় তারা আমার মালিকানাধীন জমির গাছপালা কেটে ফেলে। পরে পুলিশকে খবর দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় তাদের একটি মোটরসাইকেল জব্দ করে। এতে আমার ৭৫ হাজার টাকার গাছপালা ক্ষতি হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।

এদিকে ঘটনা অস্বীকার করে জমিটি নিজের ক্রয়কৃত বলে দাবি করে রাহুল ধর বলেন, জমিটি ক্রয় করার পর থেকে অভিযুক্ত আজিজুর রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ আনিস বিভিন্ন সময়ে আমার থেকে চাঁদা দাবি করে। এমনকি মঙ্গলবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে চাতরী চৌমুহনী বাজারে আমার জুয়েলার্স দোকানে এসে খোঁজাখুঁজি করে না পেয়ে আমার পিতাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। যার ভিডিও চিত্র লিখিত অভিযোগের সঙ্গে আমি পুলিশকে দিয়েছি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এ ঘটনায় দু’পক্ষ থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।