আনোয়ারায় ওয়াসিকার ঈদ উপহার-নগদ অর্থ পেলেন ২৬ পরিবার

চট্টগ্রামের আনোয়ারায় হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীসহ ২৬ পরিবারকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদে ওয়াসিকা আয়শা খান এমপির পক্ষে এসব অর্থ বিতরণ করেন দক্ষিণ জেলা তাঁতীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আজিজুল হক ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন।

আজিজুল হক বলেন, প্রতিবছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় ওয়াসিকা আয়শা খান এমপি মহোদয়ের পক্ষে হতদরিদ্র অসহায় ও প্রতিবন্ধীসহ ২৬ পরিবারকে এক লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এসময় উপকারভোগীরা এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করনে।

মন্তব্য নেওয়া বন্ধ।