চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে তিন হাজার অসহায় ও দুস্থদের মাঝে মশারি বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বারখাইন ইউনিয়নে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন— আওয়ামী লীগ নেতা আজিজুল হক চৌধুরী নসু, সিইউএফএল সিবিএ যুগ্ম সম্পাদক ইমরান খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদুল আলম হিরু, ফরহাদ চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, প্রতিবছর প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবারের পক্ষে খাদ্য সামগ্রী, কাপড় ও বিভিন্ন উপহার বিতরণ করা হয়। এবার ডেঙ্গুজ্বর প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য তিন হাজার অসহায় ও দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।