আনোয়ারায় নৌকার প্রার্থীর প্রচারণায় হামলা

চেয়ারম্যান, পুলিশসহ আহত শতাধিক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরীর প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এ সময় প্রয়াত মামুনুর রশিদ আশরাফের বাড়িতে ভাঙচুর ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুণ ধরিয়ে দেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।

এ ঘটনায় আনোয়ারা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

সোমবার (১৩ জুন) সন্ধ্যায় পরৈকোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো, যুবলীগ নেতা জালাল ও পুলিশ কনস্টেবল মোহাম্মদ কামালসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহত কয়েকজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় যান চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। তিনি মুঠোফোনে জানান, আমরা নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে প্রচারণায় যাওয়ার সময় পূর্ব কৈনপাড়া এলাকায় আসলে স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন সুজন ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর সমর্থকরা দৈশীয় অস্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে এবং মোটরসাইকেলে আগুণ ধরিয়ে দেয়।

এরপর ছত্তার হাটে এসে প্রয়াত চেয়ারম্যান মামুনুর রশিদ আশরাফ সাহেবের বাড়িতে ভাঙচুর চালায় তারা।

নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরীর অভিযোগ করে বলেন, স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী একজোট হয়ে ইউনিয়নের প্রবেশমুখগুলো ঘিরে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামীলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার বলেন, এ ঘটনায় পুলিশ সদস্য মোহাম্মদ কামালসহ ৬ জন আহত হয়েছেন বলে আমরা জেনেছি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঔই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।