আনোয়ারায় পিআইও অফিসে পূর্ণদিবস কর্মবিরতি পালন

প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়নসহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে আসা সাধারণ লোকজন সেবা না পেয়ে ফিরে গেছেন।

জানা গেছে, ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য গত ৩ দিন অর্ধদিবস কর্মবিরতির পালন করার পর ২২ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামসহ কর্মচারীবৃন্দ কর্মবিরতি পালন করছেন।

দাবী গুলো হলো- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবলকাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা (ডিআরআরও) আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও পদ আপগ্রেডেশন, সচিবালয়ে ন্যায় দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের পদনাম পরিবর্তন, দুর্যোগব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

মন্তব্য নেওয়া বন্ধ।