আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেল যুবকের

0

চট্টগ্রামের আনোয়ারায় পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মোহাম্মদ মিনার (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের চাঁদুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনার একই এলাকার মোহাম্মদ ইলিয়াসের পুত্র। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মিনার সেলুন থেকে চুল কেটে গোসল করার জন্য বরুমচড়া হাই স্কুলের পুকুরে নামেন। ওই সময় সাঁতার কেটে পুকুরে মাঝখানে চলে যায়। পরে দূর্বল হয়ে পুকুরের ঘাটে আসতে না পেরে তলিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় মৃত অবস্থায় পুকুর থেকে তুলে আনা হয় ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু জাফর চৌধুরী মিজান বলেন, গত এক সপ্তাহ ধরে মিনার মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সকালে গোসল করতে নেমে পুকুতে ডুবে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm