আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে তাঁর জন্মদিন উদযাপন করে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম.এ মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, কলিম উদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মো. মাঈনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. সৈয়দুল হক, আজিজুল হক চৌধুরী বাবুল চেয়ারম্যান, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরীর চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাহাবুদ্দিন আহমেদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ, দক্ষিণ জেলা যুবলীগের সাবেক সদস্য আলী আব্বাস, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুচ্ছফা, সাবেক যুগ্ম সম্পাদক মো. শওকত ওসমান, চাতরী ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, সাধারণ সম্পাদক ধনঞ্জয় বিশ্বাস ভোলা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক শুভ সেন গুপ্ত, যুবলীগ নেতা মো. আবুল মনসুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মো. এরফান আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত, নিপীড়িত ও দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। নিজে স্বজনহারা হয়েও দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এখনও কাজ করে যাচ্ছেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। সাহসিকতা এবং দূরদর্শিতার মাধ্যমে এ দেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন, এটাই সকলে প্রত্যাশা।

বক্তারা আরও বলেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির আন্তরিকতায় আনোয়ারায় চলছে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। ভূমিমন্ত্রীর নির্দেশ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশ ও জনগণের জন্য। পরে বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।