আনোয়ারায় ফারিয়ার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) চট্গ্রামের আনোয়ারায় ও রুস্তম হাট মডেল ফারিয়া।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় আনোয়ারা উপজেলা গেইটে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তারা ওষুধ কোম্পানিতে কর্মরত সকল প্রতিনিধিদের কথায় কথায় চাকরি ছাঁটাই বন্ধ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে টি এ / ডি এ বৃদ্ধি, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান।

আনোয়ারা উপজেলা ফারিয়ার সভাপতি সন্জীব সেন গুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সহ সভাপতি ডি এইচ মনসুর।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুস্তমহাট মডেল ফারিয়ার সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন ও উপদেষ্টা ফিরোজ আল মামুন, ইন্দ্র শেখর দেব নাথ, রাসেল খান, রাকীব, রমজান, সোহিল, জসীম, আকতার, জিল্লুরনর রহমান, রাশেদ, ওমর ফারুক, জুম্মুন, শাহ্ আলম মোস্তাফিজ,আসলাম প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।