আনোয়ারায় ভিক্ষুকদের নগদ অর্থ-সেলাই মেশিন বিতরণ

0

চট্টগ্রামের আনোয়ারায় ভিক্ষুক মুক্তকরণ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান, আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহ, মহা সচিব হাসান মাহমুদ ফয়সাল প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন তালিকাভুক্ত ৩০ ভিক্ষুকদের ১০ হাজার টাকা করে ৩ লাখ টাকা বিতরণ এবং আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ সোহাইল সালেহ এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিজনকে একটি করে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm