আনোয়ারায় মধ্যরাতে পুড়ল শুঁটকির আড়ত

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় এলাকা গহিরা উঠান মাঝির ঘাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত বারোটায় মাছের আড়তে শুঁটকির ৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানাতে পারেনি ক্ষতিগ্রস্তরা।

অগ্নিকাণ্ডে মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ লোকমান, জাকারিয়া, ছালেহ আহমদ ও আবদুর রশিদের আড়ত পুড়ে যায়। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে পুড়ে যায় সৈকতে মাছ ধরার জালের আড়ত ও শুঁটকি পল্লীতে গড়ে উঠা ৫টি ঘর। এসব ঘর মৎস্যজীবীদের মাছ ধরার জাল ও শুঁটকি উৎপাদনে ব্যবহৃত হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও মৎস্যজীবীরা ঘর থেকে কিছুই বের করতে পারেননি।

মন্তব্য নেওয়া বন্ধ।