আনোয়ারায় মাদক সেবনের প্রতিবাদ করায় গৃহবধুকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারায় বসতঘরের মধ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় আলকুমা বেগম (২৭) নামে এক গৃহবধুকে মারধরের অভিযোগ উঠেছে তার ভাসুর ও দেবরের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে আনোয়ারা থানায় ভাসুর আমির আহমদ (৪০) ও দেবর মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন গৃহবধু আলকুমা বেগম।

ভুক্তভোগী আলকুমা বেগম উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পুকুরের পশ্চিম পাড় মনুর বাড়ির মো. নবী হোসেনের স্ত্রী ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার ভাসুর আমির আহমদ (৪০) ও দেবর মো. দেলোয়ার হোসেন কয়েকজন মাদকসেবী নিয়ে মাদক সেবন ও বিক্রির করার সময় গৃহবধু আলকুমা বেগম প্রতিবাদ করায় তাকে মারধর করে আহত করে।

অভিযোগকারী আলকুমা বেগম জানান, ঘরের মধ্যে আমার ভাসুর ও দেবর মিলে কয়েক মাস ধরে এলাকার মাদকসেবীদের নিয়ে মাদক সেবন এবং বেচাকেনা করে আসছে। আমার স্বামী জীবিকা নির্বাহের জন্য শহরের অবস্থান করার কারণে ঘরের মধ্যে ছেলে সন্তান নিয়ে আমি একা থাকি। এসব আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করে তারা। ঘটনাটি আমার স্বামীকে জানালে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।

আলকুমা বেগমের স্বামী মো. নবী হোসেন জানান, আমার মার পেটের ভাই এরা। তাদের অপকর্মের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলে না। আমার স্ত্রী সন্তানের নিরাপত্তার কথা ভেবে আমি মঙ্গলবার অভিযোগ নিয়ে ইউএনও মহোদয়ের দরবারের যায়। উনি আমাকে থানায় অভিযোগ দায়ের করতে বলেন তাদের বিরুদ্ধে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, তাদের পারিবারিক বিষয় গুলো নিয়ে বিভিন্ন সময়ে ঝগড়া বিরোধ হয়ে থাকে। সামাজিক ভাবে একাধিক বৈঠকও হয়েছে। এবারও শুনলাম তাদের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, এক গৃহবধু ভাসুর ও দেবরের বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন থানায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।