আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেলো অনুদান

চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন সময় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৩ লাখ ৪৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেছে বন বিভাগ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আনোয়ারা উপজেলা প্রশাসন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে চেক বিতরণ করা হয়।

এসময় আনোয়ারার উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমদ, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বাঁশখালীর জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

ইউএনও শেখ জোবায়ের আহমদ বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে আমরা অনুদান তুলে দিয়েছি।

মন্তব্য নেওয়া বন্ধ।