আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

উদ্বোধক দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন এমপি, বিশেষ অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংসদ নজরুল ইসলাম চৌধুরী ও ড. আবু রেজা চৌধুরী নদভী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারু ইসলাম। প্রধান বক্তা থাকবেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী ও সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক এম.এ মান্নান চৌধুরী। ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত আছেন।

বিকাল ৩টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলনস্থলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন শুরু করা হয়। এর আগে সকাল থেকে রং-বেরঙের পতাকা ও ব্যানার-ফেস্টুনে নিয়ে মিছিল সহকারে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু 1

সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা তোরণ নির্মাণ করেছেন। উপজেলার চাতরী চৌমুহনী বাজার থেকে সম্মেলনস্থল আনোয়ারা সদর এলাকা পর্যন্ত সড়ক সাজানো হয়েছে বর্ণিল সাজে। রং-বেরঙের পতাকা ও ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে তৈরি করা হয়েছে সম্মেলনের সভামঞ্চ।

মন্তব্য নেওয়া বন্ধ।