আন্দোলনে ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ, আছে হত্যাসহ ১২ মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরে সময় চট্টগ্রামে গুলি করা তৌহিদুল ইসলাম ওরফে হরি তৌহিদ ওরফে ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তার রাজনৈতিক পরিচয় কিংবা কোন রাজনৈতিক নেতাকর্মীর অনুসারী তা জানাতে পারেনি পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. রইছ উদ্দিন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার কামাল নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রবাজি, চাঁদাবাজি মাদক ও ছিনতাইয়ের ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টিই হত্যা মামলা।

পুলিশ জানায়, তৌহিদ চান্দগাঁওয়ের শমশেরপাড়া এলাকার সেকান্দরের ছেলে। গত ৪ আগস্ট নগরীর চান্দগাঁয়ের বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করার কথা স্বীকার করেছেন তিনি। ওই দিন একাই ২৮ রাউন্ড গুলি ছোড়েন তৌহিদ।

আসামির বরাতে উপ-পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন বলেন, তার ব্যবহৃত অস্ত্রটি পাকিস্তানি শুটারগান এবং তার কাছে একাধিক অস্ত্র রয়েছে। তার ব্যবহৃত এই অস্ত্র ও গুলি উদ্ধার করতে আমাদের অভিযান চলমান আছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার তৌহিদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একজন পেশাদার সন্ত্রাসী ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।