আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

মাত্র ছয় দিনের ব্যবধানে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর আগে গত বুধবার আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। সেটি ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। খবর- বিবিসি

মঙ্গলবার (১১ জানুয়ারি) দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার দাবী, আজ স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে তারা উত্তর কোরিয়া থেকে ছোড়া এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে। একই দাবী জাপানের কোস্টগার্ডেরও। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি দেখেছে এবং এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতোই বলে জানিয়েছে।

গত সপ্তাহে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ছয়টি দেশ উত্তর কোরিয়াকে তাদের ‘অস্থিতিশীল কর্মকাণ্ড’ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছিল। ঠিক এর পরপরই পিয়ংইয়ং আবার ক্ষেপণাস্ত্র ছুড়ল।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা বিস্তারিত জানতে এ নিয়ে কাজ করছেন বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।