আবারও চবি রণক্ষেত্র, রুম ভংচুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিবাদমান পক্ষগুলো হলো—শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বিজয় ও ভিএক্স।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের দেয়ালজুড়ে ছিলো বিজয় গ্রুপের চিকা। তার মাঝে ভিএক্স গ্রুপের নেতাকর্মীরা চিকা মারতে গেলে বাধা দেয় বিজয়ের নেতাকর্মীরা। দিনভার এই বিষয়কে কেন্দ্র করে চাপা উত্তেজনা বিরাজ করছিল। পরে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে স্যার এ এফ রহমান হলে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে।

সরজমিনে দেখা গেছে, দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে দাওয়া পাল্টা ও ইট পাটকেল মারার ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েকটি ককটেলের শব্দ শুনা যায়। এছাড়া আবাসিক হলের রুম ভাংচুর ও অস্রের মহড়া দেখা যায়।

সর্বশেষ ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জিয়াউল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা করছে।

মন্তব্য নেওয়া বন্ধ।