আবুল খায়েরের জাহাজ থেকে মালামাল চুরি, আটক ৭

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাটে নোঙর করা একটি জাহাজ থেকে মালামাল চুরির অভিযোগে ৭ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এম ভি টিটু-১৬ নামের ওই জাহাজটি শিল্প প্রতিষ্ঠান আবুল খায়েরের মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ।

চীন থেকে আমদানি করা মালামাল পাচারের উদ্দেশ্যে মালামাল লুটের সময় তাদের হাতেনাতে আটক করা হয় বলে ভাষ্য পুলিশের।

শুক্রবার (১১ জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে নোঙর করা জাহাজ এম ভি টিটু-১৬ তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে স্ক্র্যাব মালামাল জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় জাহাজটি কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করে। পরে গভীর রাতে সেই জাহাজে থাকা মালামাল চুরির চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। এসময় নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ জন আটক হয়। এদের মধ্যে জাহাজটির মাস্টার ও সুকানীও রয়েছে।

সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান বলেন, স্ক্র্যাব লোহা সাধারণত চীন থেকে আমদানি করা হয়। জাহাজটি গতকাল সন্ধ্যায় নোঙর করেছিল। এরই মধ্যে চুরির চেষ্টা চালায় আটককৃতরা। এসময় তাদের হাতেনাতে ধরতে সক্ষম হয় আমরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য নেওয়া বন্ধ।