‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজ থেকে হারানো ব্যাগ উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে হারানো জিনিস ফিরে পেয়েছেন সাজিয়া আফরিন (৩৬) নামে এক যাত্রী।

শনিবার (১৪ মে) জিনিসপত্রসহ হারানো ব্যাগটি উদ্ধার করে সাজিয়া আফরিনের নিকট হস্তান্তর করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

জানা যায়, শুক্রবার (১৩ মে) রাতে ষোলশহর ২নং গেইট এলাকা থেকে সিএনজি চালিত অটোরিক্সা যোগে জামালখানে এসে একটি রেষ্টুরেন্টে প্রবেশ করেন সাজিয়া আফরিন। পরে তিনি লক্ষ্য করেন সাথে থাকা লেডিস ব্যাগটি (বেনিটি ব্যাগ) গাড়িতে ফেলে এসেছেন।

ব্যাগে মূল্যবান জিনিসপত্র থাকায় তিনি কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি চালিত অটোরিক্সাটি সনাক্ত করে। ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করে সিএনজিতে ফেলে যাওয়া লেডিস ব্যাগটি জিনিসপত্রসহ উদ্ধার করে।

মন্তব্য নেওয়া বন্ধ।