চট্টগ্রাম নগরীর আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ আমিন কলোনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩২টি পরিবারের নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে আ জ ম নাছির উদ্দীন ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (এম.পি) আমিন শিল্পাঞ্চল ওয়ার্ডস্থ আমিন কলোনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
এ সময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের সাথে অগ্নিকাণ্ডের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সাংসদ নোমান আল মাহমুদ ক্ষতিগ্রস্তদেরকে সরকারি তহবিল থেকে সহায়তার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনের সময় ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক এম ইলিয়াস সরকার, গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জে আবেদিন লিটন, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আ. রহমান, বি ইউনিট সভাপতি ফয়েজ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন ও ওয়াড় আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।