মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে সময়ের সাথে সাথে বেড়ে চলছে বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা। একই সাথে বেড়ে চলছে বাংলাদেশি পণ্যের চাহিদা, যা বাংলাদেশি উদ্যোক্তাদের মনে জাগাচ্ছে আশা।
সংযুক্ত আরব আমিরাতের সবকটি প্রদেশে বাংলাদেশি সুপার মার্কেট, প্রতিষ্ঠান রয়েছে। সঙ্গত কারণেই এসব প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে বাংলাদেশি বিভিন্ন ধরনের পণ্য।
বড় বড় সুপার মার্কেটে বাংলাদেশি পণ্যের চাহিদা অতুলনীয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সবজি, চিংড়ি, মাছ, ফল, বিস্কুট, চামড়াজাত পণ্য, গার্মেন্টস এবং টেক্সটাইল।
বাংলাদেশি অনেক কোম্পানির বড় বাজার এখন মধ্যপ্রাচ্যের এ দেশে। শুধু বাংলাদেশি নয়, অন্য দেশের মানুষও এসব পণ্য ব্যবহারে অভ্যস্ত হয়েছেন। মাছ, মাংস, শাকসবজি থেকে শুরু করে শুঁটকি পর্যন্ত এখন আমিরাতের বাজারে সহজে পাওয়া যায়। এ ছাড়া বাংলাদেশের মরিচ, মসলা, আটা, ময়দা, সুজি, তেল, লবণসহ বিভিন্ন ধরনের পণ্য ক্রয় করতে স্থানীয় সুপার মার্কেটে ভিড় করেন বিভিন্ন দেশের ভোক্তারা।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের সাঈদ মোহাম্মদ শাহ সুপার মার্কেটের মালিক সৈয়দ মোহাম্মদ জাকের হোসাইন চট্টগ্রাম খবরকে বলেন -বাংলাদেশি পণ্য প্রতিষ্ঠানে রাখতে পেরে আমরা নিজেরা আনন্দিত। কারণ এ সব বাংলাদেশি পণ্যের কদর ভিনদেশি মানুষের মাঝেও রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাংলাদেশ থেকে আমিরাতে ৭০টির বেশি পণ্য রপ্তানি করা হয়। যা গত অর্থবছরে দুবাই থেকে রফতানি খাতে বাংলাদেশের প্রায় পাঁচগুণ আয় বেড়েছে।
প্রায় ১৩ লাখ বাংলাদেশির বসবাস এ সংযুক্ত আরব আমিরাতে। বাণিজ্যিক ক্ষেত্রে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে বাংলাদেশ। ফলে মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ দেশটিতে বাণিজ্য শক্তি গড়ে তুলতে সরাসরি জাহাজ চলাচলসহ অন্যান্য সুযোগ-সুবিধা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।
মন্তব্য নেওয়া বন্ধ।