আমিরাতে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদের উদ্যোগে আওয়ামী লীগ নেতাদের সংবর্ধনা

সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম উত্তর রাঙ্গুনিয়ার রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) সকাল ১০টায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশের ফনিক্স হোটেলের হল রুমে উক্ত সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবু চৌধুরীর সঞ্চালনায় ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের প্রচার প্রকাশনা সম্পাদক সাজ্জাদুল ইসলাম রুবেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী এস.এম শফিকুল ইসলাম শফি।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজুসহ বিশেষ অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, ইউএই আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিজান, উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রফিকুল ইসলাম শিমুল।

এছাড়াও ইউএই বিশিষ্ট ব্যবসায়ী আরমান কালাম, চট্টগ্রাম কমার্স কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ ফরহাদ, ইউএই বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল। উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইউএই বিশিষ্ট ব্যবসায়ী হোসাইন মোহাম্মদ, ছাত্র নেতা তৌহিদুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক রুপম শীল সহ প্রমুখ।

এতে রাঙ্গুনিয়ার অসংখ্য প্রবাসী নেতৃবৃন্দ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথিকে প্রবাসী রাঙ্গুনিয়া যুব পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।