ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস এন্ড লিডার্স অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছেন চট্টগ্রাম হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের সন্তান সফল উদ্যোক্তা, এশিয়ান স্পেশালাইজ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দীন আলী।
সোমবার (১০ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রদেশের জে ডব্লু ম্যারিয়ট মারকুইস হোটেলের এমিরেটস হলরুমে এশিয়া-আফ্রিকা বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম কর্তৃক ঝাকজমকভাবে আয়োজিত হয় গ্রেটেস্ট লিডারস এন্ড ব্র্যান্ড, ২০২৩ এওয়ার্ড প্রোগ্রাম।
ইউআরএস এশিয়া ওয়ান আয়োজিত ২০তম এশিয়া আফ্রিকা বিজনেস এন্ড সোশ্যাল ফোরাম (এএবিএসএফ) সালাউদ্দীন আলীকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস এন্ড লিডার্স এ ভূষিত করে।
পাশাপাশি তাঁর মালিকাধীন কোম্পানি এশিয়ান স্পেশালাইজ হসপিটাল লিমিটেডকে ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ড নির্বাচিত করেছে।
প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ইউনাইটেড রিসার্চ সার্ভিস (ইউআরএস) এবং আন্তর্জাতিক সামিয়িকী এশিয়া ওয়ান যৌথভাবে এই অ্যাওয়ার্ড দিয়ে থাকে প্রতি বছর।
উল্লেখ্য, এবারের আয়োজনে একমাত্র বাঙালি হিসাবে সালাউদ্দীন আলী এবং তাঁর মালিকানাধীন কোম্পানি এশিয়ান স্পেশালাইজ হসপিটাল একমাত্র বাংলাদেশী ব্র্যান্ড হিসাবে বিশ্বের অন্যতম অভিজাত এই দুটি পুরস্কার লাভ করে।
মন্তব্য নেওয়া বন্ধ।