সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটিতে ড্রাগন মার্ট এমএনজে আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক রেস্টুরেন্টে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও গ্রুপ অপ কোম্পানির প্রায় ৫০ জন কর্মচারি ও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি এ ইফতার মাহফিলে যোগ দেন।
অনুষ্ঠানে এমএনজে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজু’র সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন, প্রবাসী ব্যবসায়ি মোহাম্মদ শামিম চোধুরী, রাইহান উদ্দিন,মোহাম্মদ রিপাত,ওসমান গনি, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ রুবেল,মোহাম্মদ সজিব,মজিবুল রহমান, মোহাম্মদ মুন্না,মহিউদ্দিন হিরুসহ অসংখ্য প্রবাসী ব্যবসায়িও কর্মচারিবৃন্দ।
তারা বলেন, এমএনজে গ্রুপ আরব আমিরাতের দুবাই ড্রাগন মার্টে এক যুগের বেশি সময় বেশ সুনামের সাথে ব্যবসা পরিচালক করে আসছে।
সম্প্রীতির বন্ধন জোরদার করবার লক্ষ্যে গ্রুপের কর্মচারীদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেন কোম্পানিটি। এদিকে কোম্পানির প্রশংসা করে বক্তারা বলেন, এমএনজে গ্রুপের বাংলাদেশি প্রবাসী কর্মচারীকে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা করেছেন কতৃপক্ষ।
পরে বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে কোম্পানির সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।