সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত শিশু-কিশোরদের নিয়ে তেলাওয়াতে কোরআন প্রতিযোগীতার উদ্ধোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত বাংলাদেশ সমিতির শারজাহর হল রুমে এ আয়োজন সম্পন্ন হয়। বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএই, আমিরাত সংবাদ, ইয়াকুব সুনিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্পোর্টস ক্লাবের যৌথ আয়োজনে এবারের প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন খান সুমনের সভাপতিত্বে আমিরাত সংবাদ সম্পাদক মুহাম্মাদ ইমাইল ও প্রতিযোগীতা আয়োজন কমিটির সহসভাপতি জাহাঙ্গীর আলম রুপুর সঞ্চালনায় প্রতিযোগীতার বিচারক হাফিজ মুজিবুর রহমান মঞ্জুর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র কমিউনিটি নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব জাকির হোসেন, আয়োজনের উদ্বোধন করেন বাংলাদেশ সমিতির শারজাহ’র সভাপতি আলহাজ্ব এম এ বাশার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন কোরআন নাজিলের মাস মাহে রমজান বছরের ১১ মাসের চাইতে আলাদা। এই মাসের এই আয়োজনে সত্যিই প্রশংসার দাবিদার। যারা এই আয়োজন করেছেন তাদের জন্য আমাদের সহযোগিতা থাকবে সব সময়।
এ ধরনের ভালো আয়োজন কমিউনিটির সবার সঙ্গে আমরা থাকবো। আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩শ বাংলাদেশী ছাত্র ছাত্রী এবারের প্রতিযোগীতায় রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন কমিউনিটি নেতা প্রকৌশলী সালাহ উদ্দীন আহমদ, বাংলাদেশ সমিতি শারজাহ’র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী সাহাদাত হোসাইন, সাবেক কনসুলেট কর্মকর্তা ও কমিউনিটি নেতা মীর কামাল, বাংলাদেশ সমিতি শারজাহ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী করিমুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম নওয়াব, বিশিষ্ট ব্যবসায়ী মাজহারুল ইসলাম মাহবুব সিআইপি, আবু ইউসুফ রানা, প্রকৌশলী আবদুল মান্নান, ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম, কাজী ইসমাইল আলম, কবি ওবাইদুল হক, মোহাম্মদ আলী মাহমুদ, কামরুল ইসলাম, শাকিল মাহমুদ, আবদুল্লাহ আল নোমানসহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ।
আগামী ২২ রমজান আজমানের উম্মুল মোমেনীন উইমেন্স এসোসিয়েশন হলে মাসব্যাপী এই প্রতিযোগীতার মুল আসর অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগীতায় বিজয়ী একজনকে এক বছরের শিক্ষাবৃত্তি ও তিন গ্রুপ থেকে বিজয়ী নয় জনকে নগদ অর্থ, সনদ ও সম্মাননা স্মারক দেওয়া হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।