আমিরাতে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে চলছে প্রশিক্ষণ

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের মাধ্যমে শিগগিরই জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এ লক্ষ্যে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সিস্টেম স্থাপন ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

গত শুক্রবার (১৯ মে) সকালে এ কার্যক্রম উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। বাংলাদেশ নির্বাচন কমিশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন। এটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে বলে জানা যায়।

বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, এই কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ নিশ্চিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বাছাইকৃত প্রার্থীরা কনস্যুলেটে স্থাপিত ভোটার নিবন্ধন সিস্টেম কর্মসূচিতে কাজ করবেন। আগামী জুন মাসের শুরুতেই দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা কনস্যুলেট থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও সংগ্রহ করতে পারবেন।

প্রশিক্ষণ কর্মশালার সঞ্চালনা করেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব বদরুল আহমেদ। এ সময় ছিলেন– কনস্যুলেটের মিনিস্টার (শ্রম) ফাতেমা জাহান, কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসান, প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) কাজী ফয়সাল, দ্বিতীয় সচিব ও হেড অব চেন্সারি মোজাফ্ফর হোসেন ও দ্বিতীয় সচিব (প্রটোকল) সাজ্জাদ জহির প্রমুখ।

মন্তব্য নেওয়া বন্ধ।