আমিরাতে মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ সাংবাদিক

সংযুক্ত আরব আমিরাতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন সাংবাদিক।
রোববার (১৭ ডিসেম্বর) দুবাই বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলার সমাপনী দিনে এই মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশটিতে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিকের মধ্যে ১৫ জনকে এ সম্মাননা দেওয়া হয়।

দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ওই সাংবাদিকদের হাতে সম্মাননাপত্র তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন প্রধান অতিথি এমিরেটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞানী ড. রেজা খান, কবি ও লেখক শিহাব শাহরিয়ার।

মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া ১৫ জনের মধ্যে ১০ জন বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সদস্য। তারা হলেন— বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি শিবলী আল সাদিক (সময় টিভি), সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ (এনটিভি), সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি (এখন টিভি), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহিন (ডেইলি স্টার), দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (ঢাকা পোস্ট, এশিয়ান টিভি), তথ্য সম্পাদক ইশতিয়াক আহমেদ (চ্যানেল টোয়েন্টি ফোর), সদস্য খোরশেদুল আলম জাসেদ (নাগরিক টিভি), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), এসএম শাফায়েত (আরটিভি) ও মেহেদী মোল্লা (যমুনা টিভি)।

মন্তব্য নেওয়া বন্ধ।