মানবতার কল্যাণে কাজ করা মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত চট্টগ্রাম হাটহাজারী উপজেলার প্রবাসীদের সংগঠন হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি আবুধাবির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় আবুধাবির মোসাফ্ফা ডায়মন্ড সিটি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলমগীর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী সমিতি কেন্দ্রীয় কমিটি আবুধাবির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন বাদল,সহ সভাপতি আবদুল হালিম,সহ সভাপতি নুর আকবর, সহ সভাপতি নুরুল হক, সহ সভাপতি মো. মোরশেদ, সহ সভাপতি আবুধাবি দূতাবাস কর্মকর্তা মো. রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রাশেল, যুগ্ম সম্পাদক রিয়াদ বিন রাজু, যুগ্ম সম্পাদক মো. আজগর, সাংগঠনিক সম্পাদক আবু তাহের তারেক, কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার মো. মনজুর,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হাসান ও সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. নাজিম উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত বর্ধিত সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া প্রবাসীদের মরদেহ কীভাবে অতিসত্বর দেশে পৌঁছাতে পারে তা নিয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।
বর্ধিত সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন,সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মমতাজুর রহমান।
মন্তব্য নেওয়া বন্ধ।