সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের গ্রীষ্মকালের তীব্র রোদে কাজ করার হাত থেকে সুরক্ষা দিতে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ‘মিড-ডে ব্রেক’ বা দুপুরে খোলা স্থানে কাজ নিষিদ্ধের নিয়ম। এই নিষেধাজ্ঞা আগামী তিন মাস, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
খালিজ টাইমসের বরাতে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় এই নিয়মের বাস্তবায়ন তদারকি করবে। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত শ্রমিকদের সরাসরি রোদের নিচে কাজ করানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এই সময়সীমায় কাজ করালে নিয়োগদাতাকে সর্বোচ্চ ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। তবে পানি, বিদ্যুৎ, ট্রাফিক নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ ও জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কিছু কাজকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যাহ্নে কাজ বন্ধ থাকলেও শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। অতিরিক্ত সময় কাজ করালে তা ‘ওভারটাইম’ হিসেবে গণ্য হবে এবং শ্রমিককে বাড়তি পারিশ্রমিক দিতে হবে।
নিয়োগদাতাদের শ্রমিকদের জন্য ছাউনি, ঠান্ডা পানি, ওরস্যালাইন, প্রাথমিক চিকিৎসা সামগ্রী, ছাতা ও ঠান্ডা রাখার যন্ত্রাংশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো নিয়োগকর্তা নিয়ম না মানলে ৬০০৫৯০০০০ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে শ্রমিকদের আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, মরুপ্রধান এই দেশে গ্রীষ্মকালে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। শ্রমিকদের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা গত ২১ বছর ধরে কার্যকর রয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।