এবার বাংলাদেশ পুলিশের ৭৩ এসপিকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর আগে ৩১ মে ৪৬ এসপিকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়।
এবার পদোন্নতি প্রাপ্তদের মধ্যে ৩ জন ফারুক উল হক, আলী হোসেন ও মেহেদী হাসান সিএমপির উপ-কমিশনার পদে কর্মরত।
বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাশ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়।
পদোন্নতি পাওয়াদের মধ্যে আরও আছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিএমপির সাবেক উপ-কমিশনার বিজয় বসাক এবং মো. শহীদুল্লাহ।
মন্তব্য নেওয়া বন্ধ।