আলহুদা মহিলা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়ার আলহুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানার শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের ৪ ইস্ট বেঙ্গল ‘বেবি টাইগার্স’ ইউনিটের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।

শীতবস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শাখাওয়াত হাসান, লেফটেন্যান্ট আব্দুল মান্নান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মো. মাসুদ রানা এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।

সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, শীতের শুরু থেকেই দীঘিনালা জোনের আওতাধীন বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও বেশি শীতার্ত পাহাড়ি ও বাঙালির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সেনাবাহিনী পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে অব্যাহত ভূমিকা রেখে যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিয়মিত শিক্ষা, চিকিৎসা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মন্তব্য নেওয়া বন্ধ।