আল্লামা শাহ আবদুল হালিম বোখারীর ইন্তেকাল

উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন, দেশের শীর্ষ স্থানীয় দ্বীনি প্রতিষ্ঠান আল জামেয়াতুল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারী আর নেই (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টা ৪ মিনিটে চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশের কওমী অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সরকারের স্বীকৃতি প্রাপ্ত পাঁচটি কওমী শিক্ষাবোর্ড ‘আঞ্জুমান-ই-ইত্তিহাদুল মাদারিস বাংলাদেশ’ এর মহাসচিব ছিলেন।

প্রতিথযশা ও শীর্ষস্থানীয় এই আলেমের ইন্তেকাল নিঃসন্দেহে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতের জন্য অত্যন্ত দুঃখজনক উল্লেখ্য করে সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদসহ সরকারের গুরুত্বপূর্ণ অনেকেই শোক প্রকাশ করেছেন।

আল্লামা শাহ আবদুল হালিম বোখারী বিদগ্ধ হাদীস বিশারদ ও হক্কানী আলেমেদ্বীন ছিলেন। তাঁর স্বভাবজাত বিনয়ী কথাবার্তায় সবাই খুব সহজেই মুগ্ধ হতেন। ইলমি জ্ঞান-জগতের নানা শাখা-প্রশাখায় তাঁর ছিল অবাধ বিচরণ। তিনি একাধারে একজন ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে আরবি, উর্দু ও বাংলা ভাষায় বেশ কিছু কিতাবাদিও রচনা করেছেন এই মহান আলেম।

আল্লামা শাহ আবদুল হালিম বুখারী জানুয়ারি ১৯৪৫ সালে চট্টগ্রামের লোহাগাড়া থানার রাজঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা আব্দুল গণী বুখারী (রাহ.)। তাঁর পরদাদা সৈয়দ আহমদ বুখারী (রাহ.) উজবেকিস্তানের বোখারার বাসিন্দা ছিলেন।

মন্তব্য নেওয়া বন্ধ।