আসছে নতুন বই, অপেক্ষা উৎসবের

কড়া নাড়ছে নতুন বছর। নতুন স্বপ্ন। নতুন শ্রেণি, নতুন বই। নতুন বই-এর গন্ধ নিতে উন্মুখ হয়ে আছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য প্রস্তুত শিক্ষা মন্ত্রণালয়। এখন শুধু অপেক্ষা উৎসবের। ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছে ২৩ লাখ ১৫ হাজার নতুন বই।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্টগ্রামে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৪৩ হাজার ৪৮১ জন। এসব শিক্ষার্থীর জন্য বই প্রয়োজন ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি । এ পর্যন্ত মাধ্যমিকের জন্য ১৪ লাখ ৩৮ হাজার ৬৩৫টি, মাদ্রাসার জন্য ৮ লাখ ৭৭ হাজার ১৫৬টি বই পাওয়া গেছে। সর্বমোট প্রাপ্ত বইয়ের সংখ্যা ২৩ লাখ ১৫ হাজার ৭৯১টি। আরও ১ কোটি ৩৪ লাখ ৭৪ হাজার ১১২টি বইয়ের প্রয়োজন।

তবে এখনও পর্যন্ত কোন বই পৌঁছায়নি প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য।৷ এবার প্রাক-প্রাথমিক ও প্রাথমিকের ১০ লাখ ৮২ হাজার শিক্ষার্থীর জন্য ৪৭ লাখ ৫০ হাজার বইয়ের চাহিদা রয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. ফরিদুল আলম হোসাইনী বলেন, বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাতে ২৩ লাখ ১৫ হাজার ৭৯১টি বই পৌঁছেছে। এই বছর আমাদের চাহিদা রয়েছে ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি বই। আশা করছি বাকি বই তাড়াতাড়ি এসে পৌঁছাবে।

মন্তব্য নেওয়া বন্ধ।