আসানি মোকাবেলায় নৌ-পুলিশের প্রচারণা

ঘূর্ণিঝড় ‘আসানি’ মোকাবেলায় চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মঙ্গলবার (১০ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সতর্কতামূলক প্রচারণা চালিয়েছে নৌ পুলিশ। অশনি মোকাবেলায় সদরঘাট নৌ-থানা পুলিশ কর্ণফুলী নদীর ১৫নং ঘাট এলাকা থেকে অভয়মিত্র ঘাট পর্যন্ত সব ঘাটে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রচারণা করেন।

এসময় নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এদিকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে নৌ-পুলিশ। এর জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানান, তাৎক্ষণিক ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বা দূর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযানের জন্য নিরাপত্তা সামগ্রী, ফোর্স ফাইভার বোট প্রস্তুত রাখা হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।