আসামি ধরতে চট্টগ্রাম এসে হামলার শিকার কুমিল্লার পুলিশ, আসামি ধরলো সিএমপি

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত সহিংসতা মামলার আসামি ধরতে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এসে আসামি পক্ষের হাতে মার খেয়েছে কুমিল্লা জেলা পুলিশের গোয়েন্দা সদস্যরা। পুলিশকে মেরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরে সেই আসামিকে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ গ্রেপ্তার করে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদি হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে জানতে চাইলে পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হাসান বলেন, কুমিল্লা থেকে জেলা পুলিশের একটি টিম আসামি ধরতে আমাদের থানা এলাকা আসে। তারা আসামি গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা করে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে আমাদের থানায় মামলা হলে আমরা ছিনিয়ে নেওয়া আসামি গ্রেপ্তার করে তাদের হাতে তুলে দিয়েছি।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার মামলার আসামি ধরতে চট্টগ্রাম এসেছিল কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তারা আসামি ধরে চলে যাওয়ার সময় বিটাক মোড়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তাদের গাড়ি ভাংচুর হয় এবং পুলিশ সদস্য আহত হন।

মন্তব্য নেওয়া বন্ধ।