চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরীর প্রচারণায় হামলায় আহত বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলীকে দেখতে হাসপাতালে গেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের নেতা আবু সাদাত মুহাম্মদ সায়েম।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে নগরীর চমেক হাসপাতালে তাকে দেখতে যান। এসময় যুবলীগ নেতা মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ শামীম, জামাল উদ্দিন, মুহাম্মদ আরমানসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় আবু সাদাত মুহাম্মদ সায়েম চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অনতিবিলম্বে হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবী জানান।
উল্লেখ্য গত সোমবার (১৩ জুন) সন্ধ্যায় পরৈকোড়া এলাকায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরীর প্রচারণায় ৫ স্বতন্ত্র প্রার্থীর হামলায় বৈরাগ ইউনিয়নে চেয়ারম্যান নোয়াব আলী, চাতরীর সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
মন্তব্য নেওয়া বন্ধ।