চট্টগ্রাম নগরীর সিআরসি এলাকা থেকে ডানায় আঘাত প্রাপ্ত একটি হুতুম পেঁচা উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন চট্টগ্রামের তরুণ ফটোগ্রাফার মোহাম্মদ রুবেল।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তিনি সিআরবি এলাকায় বেঁধে রাখা অবস্থায় পেয়েছিলেন পেঁচাটি। এরপর যোগাযোগ করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেন।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, আজ দুপুরে ফটোগ্রাফার রুবেল ভাই একটি পেঁচা চিড়িয়াখানায় হস্তান্তর করেছেন। পেঁচার ডানায় আঘাত রয়েছে। আমরা সেটির চিকিৎসার ব্যবস্থা নিয়েছি।
আলোচিত ফটোগ্রাফার রুবেল বলেন, দুপুরের সিআরবি দিয়ে যাওয়ার সময় দেখলাম পেঁচাটিকে বেঁধে রাখা হয়েছে। জানতে পারলাম গাছ থেকে পরে পায়ে আর ডানায় আঘাত পাওয়াতে উড়তে পারছে না। ডানা দিয়ে রক্ত ঝরছিলো। তারপর চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্ত করে দিয়ে আসলাম।
মন্তব্য নেওয়া বন্ধ।