ইংরেজি নববর্ষকে ঘিরে দোকানে দোকানে বাহারি ফুলের সমারোহ

ইংরেজি নববর্ষ উদযাপনে দেশজুড়ে চলছে উৎসবের আমেজ। বিশেষ এই দিনে প্রিয়জনের হাতে একটি ফুল তুলে দিতে মরিয়া ফুলপ্রেমীরা। এই চাহিদা পূরণে ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড় এলাকার ফুলের দোকানিরা। গাঁদা, রজনীগন্ধ্যা, গোলাপসহ নানা জাতের ফুল সংগ্রহ থেকে শুরু করে মালা গাঁথা, বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন তারা।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে সরজমিনে দেখা গেছে ফুলের দোকানে ব্যস্ততার চিত্র। ইংরেজি নতুন বছরকে সামনে রেখে ফুল কিনতে দোকানে দোকানে ভিড় করেছেন তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ সকল বয়সের মানুষ।

দোকানিরা জানান, ইংরেজি নববর্ষকে ঘিরে বেড়েছে বেচা-কেনা। ক্রেতারা বলছেন, নিজের কাছের মানুষদের নতুন বছরে উপহার হিসেবে ফুল দিতে ছুটে এসেছেন দোকানে। দাম কিছুটা বাড়তি হলেও ফুল কিনতে পেরে খুশি তারা।
ইংরেজি নববর্ষকে ঘিরে দোকানে দোকানে বাহারি ফুলের সমারোহ 1

জানা গেছে, চট্টগ্রামের এই এলাকায় বেশ কিছু ফুলে দোকান আছে। তার মধ্যে মোড়ের ফ্লোরাল আর্ট, অপরাজুতা, স্টার পুষ্প বিতান, হেভেনস, সিলসিলা, ফ্লাওয়ার ওয়ার্ল্ড, কাশফুল, অতিথি, কনিষ্ঠা, কৃষ্ণচূড়া,ডালিয়া,হিলভিউ,রীমা পুষ্প বিতান, নিউ হোয়াইট রোজ, গার্ডেন ফ্লাওয়ার, ফ্লাওয়ার বার, স্বরূপ ফুলঘর, আইরিশ, রেশমা, চেরাগি হিল ফ্লাওয়ার ভিউ, শাহ আবদুল মজিদিয়া, সান ফ্লাওয়ার হাউস, কাননপুর, ওয়েসিস, কাঠগোলাপ, কার্নেশন, রেড রোজ, হেম সেন লেনের মুখের স্বর্ণকুঠি, রজনীগন্ধাসহ বিভিন্ন নামের এসব ফুলের দোকানে দেশি-বিদেশি ফুলের সরবরাহ বেশ।

বছরের বিভিন্ন সময় বিভিন্ন দিবস এবং অনুষ্ঠানের জন্য ফুল সরবরাহ করা হয় এসব দোকান থেকে।

মন্তব্য নেওয়া বন্ধ।