একের পর অভিযানেও থামছে না নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ শিকার। মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে ৬৫ দিন সামুদ্রিক প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ থাকলেও জেল জরিমানায়ও বন্ধ হচ্ছে না জেলের মাছ শিকার কার্যক্রম বেচা-বিক্রি।
সোমবার (১৭ জুলাই ) বিকেলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন উপজেলার চাতরী চৌমুহনী বাজারের ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে মাছ পরিবহনের সময় ১৩ মণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করেন তিনি। এসময় পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করে ভ্রাম্যমান আদালত। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হকসহ মৎস্য অফিসের কর্মকর্তারা।
জব্দকৃত মাছ ১ লাখ ৯৫ হাজার টাকায় নিলাম দেওয়া হয় এবং ট্রাক চালককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ২ হাজার টাকা, দুইজন মাছের মালিককে ৯ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মাছের মধ্যে ৫টি এতিমখানায় ১০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
মন্তব্য নেওয়া বন্ধ।