ইউক্রেনের ২ শহরে ৫ ঘন্টার জন্য থামলো যুদ্ধ

বেসামরিক নাগরিকরা নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেনের মারিওপোল এভং ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। রাশিয়ার ভাষায় এটিকে ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ বলে বর্ণনা করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে এই বিরতি কার্যকর হয়েছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়- বেসামরিক মানুষজনকে নিরাপদে সরে যেতে দেয়ার জন্য এই সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এ বিষয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমঝোতা হয়েছে।

কিন্তু ইউক্রেনের দিক থেকে এই বিষয়ে কোন তথ্য গণমাধ্যমকে জানানো হয়নি।

রাশিয়ার সেনাদের হামলাকে তিনি ‘নিষ্ঠুর হামলা’ বর্ণণা করে এর আগে মারিওপোলের মেয়র ভিডিয়াম বোইচেঙ্কো একটি ‘হিউম্যানিটারিয়ান করিডোর’ ঘোষণা করার জন্য আহ্বান জানিয়েছিলেন বলেও জানায় বিবিসি।

ইউক্রেনের উত্তর, পূর্ব, ও দক্ষিণ এলাকায় বড় ধরনের যুদ্ধ চলছে। জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রায় ১২ লাখ মানুষ ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।