চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের দক্ষিণ খন্ডলিয়াপাড়া এলাকায় ইছামতী খাল পাড় হতে নিখোঁজ নানি ও নাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ২৭ ঘন্টা পর মঙ্গলবার (১১জুন) বিকালে ৪টার থেকে ৬টার মধ্যে দুই ঘন্টার ব্যবধানে প্রথমে নাতি মো. ইসমাইল (১০) এবং পরে নানি রোকেয়া (৪৬) বেগমের মরদেহ পাওয়া যায়।
৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইউসুফ জানান, রোকেয়া বেগম তার বাড়ির খালের ঐ পাড়ে কৃষি চাষাবাদ ও গবাদিপশু পালন করেন। হঠাৎ খবর আসে রোকেয়া বেগমের গরুকে কুকুর আক্রমণ করেছে। সেই খবর শুনে তাড়াহুড়ো করে খাল পার হতে গিয়ে নিখোঁজ হয় নাতি-নানি। আজ ২৭ ঘন্টা পর তাদের লাশ পাওয়া গেছে।
এর আগে, গতকাল সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ১ নম্বর রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড়ের শিয়ালবুক্কা এলাকায় শিয়ালবুক্কা খাল পার হতে গিয়ে পাহাড়ি পানির স্রোতে নিখোঁজ হন নানি ও নাতি। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়েও কোন খোঁজ পায়নি।
মন্তব্য নেওয়া বন্ধ।