ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য মনোনীত

বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। দলের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাঁর ওপর অর্পিত ক্ষমতাবলে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেকে এই মনোয়ন দেন। গতবছর ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় দলীয় সভাপতি নির্বাচিত হয়ে সংসদীয় বোর্ড গঠন করেন শেখ হাসিনা। এই সংসদীয় বোর্ড সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দিয়ে থাকে।

রোববার (১৯ মার্চ) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়। মুক্তিযুদ্ধে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বপরূপ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বাংলাদেশ সরকার ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছিল।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। বোর্ডের অপর সদস্যগণ হলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রাশিদুল আলম ও ডা. দীপু মনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হাত ধরে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রাজনীতিতে আসেন। ১৯৭০-এর নির্বাচনে মীরসরাই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা-পরবর্তী ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

ইঞ্জিনিয়ার মোশাররফ সম্পর্কে জানতে পড়ুন:
বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা—আস্থার নাম ইঞ্জিনিয়ার মোশাররফ
শুভ জন্মদিন–বঙ্গবন্ধুর স্নেহধন্য রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
জন্মদিনে একজন মানবিক রাজনীতিকের জন্য শুভকামনা

মন্তব্য নেওয়া বন্ধ।