ইপিজেডে বাস উল্টে ৩ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠিত

0

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বাস উল্টে ৩ জন নিহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে। সোমবার (৬ মার্চ) রাতে রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ তারেক ইমরানকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ তারেক ইমরান বলেন, ইপিজেড এলাকায় রেলে ইঞ্জিনের সঙ্গে বাসের ধাক্কায় ট্রেনের পয়েন্টস ম্যানসহ তিনজন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই আমরা তদন্তের কাজ শুরু করেছি।

তদন্ত কমিটিকে সুষ্ঠু তদন্ত করে অনধিক তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সোমবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার এয়ারপোর্ট রোড মেঘনা অয়েলের সামনে বাস উল্টে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
নিহতরা হলেন মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিঠুন কান্তি দে (২৫)।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm