ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মোস্তফা (৫০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) রাত ৮টার দিকে ইপিজেড থানার ব্যাংক কলোনির ফারুক বিল্ডিংয়ে এ দুঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই এলাকার মৃত আবদুল সরকারের ছেলে।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, শুক্রবার রাত ৮টার দিকে বেপজা মেডিকেলের পাশে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে ইলেকট্রিক শকে আহত হন মোস্তফা।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ানস্টপ ইমাজেন্সি কেয়ারে নিয়ে ২৮নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।