ইপিজেডে শ্যালক হত্যার দায়ে দুলাভাই গ্রেফতার

নগরের ইপিজেড থানায় ছুরিকাঘাতে শ্যালক মোহাম্মাদ মামুনকে হত্যার দায়ে দুলাভাই মো. হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাতে ইপিজেড থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে শনিবার (১১ জুন) রাত পৌনে ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী সড়কে দুইপক্ষের মধ্যে ঝগড়া হলে মো. মামুনের চাচাতো বোনের জামাই মো.হাসান ছুরিকাঘাত করেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মামুন ইপিজেড এলাকার মতন মেম্বার বাড়ির মো. জামালের ছেলে। রোববার রাতে মামুনের স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে ইপিজেড থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি নিহতের চাচাতো বোনের স্বামী মো. হাসান।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবিরুল ইসলাম বলেন, গত শনিবার রাতে ছুরিকাঘাতে শ্যালক মোহাম্মাদ মামুনকে হত্যার অভিযোগে দুলাভাই মো.হাসানকে রোববার রাতে ইপিজেড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৩ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।