চট্টগ্রাম নগরীর পত্রিকাপাড়া খ্যাত চেরাগী এলাকায় খুন হওয়া ছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো সজীব নাথ (১৯) সৌভিক পাল (২০) ও শাখায়াত হোসেন (২০)
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, ইভান হত্যায় জড়িত আরও তিন আসামিকে আমরা চেরাগী এলাকা থেকে গ্রেপ্তার করেছি। তারা ওই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, আটক সজীব নাথের দেখানো মতে শরীফ কলোনির শরীফ বিল্ডিংয়ের পাশ থেকে একটি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। ওই ছুরি ইভান হত্যায় ব্যবহৃত হয়েছে বলেও স্বীকার করে সজীব। এনিয়ে ইভান হত্যায় ছয় আসামি আটক হয়েছে বলেও জানান ওসি জাহিদ।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে কোতোয়ালী থানা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে বলে জানা গেছে।
আরও পড়ুন:
ইভান হত্যা– ‘অচেনা’ সিএমপির কোতোয়ালী থানা
চট্টগ্রাম খবরের প্রতিবেদনে তৎপরতা বাড়লো কোতোয়ালীর, গতি এলো তদন্তে
ইভান হত্যা– গলাটিপে ধরা প্রিয়ম বিশ্বাস পুলিশের জালে
ছাত্রলীগ নেতা ইভান হত্যা— আরও এক আসামি গ্রেপ্তার
মন্তব্য নেওয়া বন্ধ।