চট্টগ্রাম নগরীর পত্রিকাপাড়া খ্যাত চেরাগী পাহাড় এলাকায় খুন হওয়া ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে প্রিয়ম বিশ্বাসকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সময় প্রিয়ম ইভানের গলা টিপে ধরার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। প্রিয়ম চন্দনাইশ উপজেলার বৈলতলী এলকার রানা বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, প্রিয়মকে সিআরবি সাত রাস্তার মাথা থেকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৯ সালে করা দ্রুত বিচার আইনের আরো একটি মামলা চলমান রয়েছে।
ওসি জাহেদ আরও জানান, প্রিয়মকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, ঘটনার পরের দিন ইভান হত্যায় অংশ নিয়ে আহত হওয়া শোভন দেব (১৭) নামে এক যুবককে আটক দেখায় কোতোয়ালী থানা পুলিশ।
প্রসঙ্গত, গত ২২ রাতে জামালখান ওয়ার্ড কাউন্সিল শৈবাল দাশ সুমনের অনুসারী ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে তার বাসার অদূরেই খুন হয় আসকার বিন তারেক ইভান। পরদিন ইভানের পিতা বাদি হয়ে কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন:
চট্টগ্রাম খবরের প্রতিবেদনে তৎপরতা বাড়লো কোতোয়ালীর, গতি এলো তদন্তে
ইভান হত্যা– ‘অচেনা’ সিএমপির কোতোয়ালী থানা
মন্তব্য নেওয়া বন্ধ।