ইয়াবা-মদসহ ২ জন ধরা ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের হাতে

চট্টগ্রামের কর্ণফুলীতে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা ৪০০ পিস ইয়াবা ও ১০ লিটার চোলাই মদ জব্দ করেছেন।

শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের সময় এসব মাদক জব্দ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা বাসের দুই যাত্রীকে আটক করে সেনাবাহিনীর মাধ্যমে থানায় হস্তান্তর করেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

আটককৃতরা হলেন—গিয়াস (২৫) ও তরুণ দাশ (৩০)। তাদের মধ্যে একজনের বাড়ি আনোয়ারা অন্যজনের বাড়ি নোয়াখালী জেলায়।

ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা জানান, সড়কে এখন পুলিশ নেই, তাই শিক্ষার্থীরা মিলে সড়কের শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। গাড়ি তল্লাশির সময় এসব ইয়াবা ও মদ পাওয়া যায়। বিষয়টি সেনাবাহিনীকে অবগত করলে তারা এসে মাদকগুলো জব্দ ও তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেনের মুঠোফোনে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য নেওয়া বন্ধ।